রাজীব সিনহাকে রাজভবনে তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত আলোচনা করতেই রাজভবনে তলব করা হয়েছে তাঁকে।
শুক্রবার রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠা ভাঙড় পরিদর্শন করেন রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ হয় ভাঙড়ে। বিরোধী দলগুলির অভিযোগ, কমিশন 'নিষ্ক্রিয়' ভূমিকা পালন করেছে। এই আবহেই রাজ্যপাল তলব করলেন রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে উত্তর সিকিমে ধস, আটকে প্রায় ২০০০ পর্যটক, ব্যহত উদ্ধারকাজ
রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। শনিবারই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য ও নির্বাচন কমিশন।