নজরুল মঞ্চে আয়োজিত গুরুদাস কলেজের ফেস্টের লাইভ কনসার্টের পরই মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন সঙ্গীত শিল্পী কেকে (KK's death), কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তাঁর। তারপর থেকেই নানা সম্ভাবনার পাশাপাশি উদ্যোক্তা এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে নেতাজি ইনডোর (Netaji Indoor) স্টেডিয়ামে হতে চলা কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট অনিশ্চিত হয়ে গেল। যদিও সরকারি সূত্র জানিয়েছে, ওই দিন অন্য অনুষ্ঠান থাকায় নেতাজি ইনডোরের অনুমতি দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, সুরেন্দ্রনাথ কলেজের ফেস্টে এ বার পারফর্ম করার কথা ছিল সঙ্গীত শিল্পী জুবিন নৌটিয়াল (Zubin Nautiyal)- সুনিধি চৌহানের (Sunidhi Chouhan)।
মঙ্গলবারের অনুষ্ঠানে নজরুল মঞ্চে (Najrul Manch) অনিয়ন্ত্রিত ভিড়-অস্বাভাবিক গরমে বেহাল এসির জন্যই কেকে অসুস্থ হয়ে পড়েন এমন অভিযোগ বারবার উঠেছে। এই পরিস্থিতিতে সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট করার অনুমতি রাজ্য সরকার শেষ মুহূর্তে বাতিল করতে পারে, সেরকম জল্পনা তৈরি হয়েছিল। ৭ ও ৮ জুন, দু’দিনের অনুমোদনই বাতিল করে দিল রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ দফতর। কারণ হিসেবে অবশ্য প্রসাশনের তরফে বলা হয়েছে, কিন্তু ওই সময়ে নেতাজি ইনডোরেই উচ্চশিক্ষা দফতরের একটি অনুষ্ঠান রয়েছে।
ফেস্ট পিছিয়ে যাওয়া নিয়ে মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের শিবাশিস বন্দ্যোপাধ্যায় দু’জন শিল্পীকে একত্রে হাজির করাতে পারলেই আবার ফেস্টের আয়োজন করা হবে, চলতি জুনে তা সম্ভব নয়।