অ্য়াডিনো ভাইরাসের (AdenoVirus) সংক্রমণ মোকাবিলায় নির্দেশিকা জারি রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health Department0। সংক্রমণ ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদেরও নির্দেশিকা জারি করা হয়েছে।
শনিবার কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। এরপরই শিশুদের অভিভাবকদের উদ্দেশে জানানো হয়েছে, অসুস্থ শিশুকে যাতে স্কুলে পাঠানো না হয়। কোভিডের মতোই ভিড় জায়গা এড়িয়ে চলতে হবে। ভিড়ে মাস্ক ব্যবহার করতে হবে। যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশির উপসর্গ হলে শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন: বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের কর্মবিরতির ডাক, এবার কঠোর নির্দেশিকা নবান্নের
অ্যাডিনো ভাইরাসে মূলত আক্রান্ত শিশুরাই। স্কুল থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্কতা বৃদ্ধি জরুরি। এমনই মনে করছেন চিকিৎসকরা। আক্রান্তের সংখ্যার রাশ টানতে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান, "আমরা অভিভাবকদের সতর্ক করছি। শিশুরা অসুস্থ হলে স্কুলে পাঠাবেন না। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।"