মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। এবার তাঁর জবাব দিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানায়, টুইটারে সুকান্ত মজুমদারের পোস্ট করা ছবি ইংরেজি প্রশ্নপত্রের ২, ৩ ও ১০ নম্বর পাতার। পাশাপাশি পর্ষদ জানিয়েছে, এটি প্রশ্নফাঁসের ঘটনা নয়, এটি পরিকল্পিত অন্তর্ঘাত। ইতিমধ্যেই এই নিয়ে প্রশাসনকে তদন্তের অনুরোধ করেছে পর্ষদ কর্তৃপক্ষ।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরাসরি আঙুল তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই। তিনি বলেন, "হল থেকে বেরিয়ে কে এই প্রশ্নটা লিক করল, বা অন্তর্ঘাত করল, সেটা আমরা ইতিমধ্যেই কথা বলেছি। বোর্ড সভাপতিও কথা বলেছে। আমার ধারণা, বোর্ড সভাপতি কালকের মধ্যে ডিএনএ রিপোর্ট পেয়ে যাবেন।"
আরও পড়ুন: মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁস! অভিযোগ সুকান্ত-সৃজনের, পাল্টা তোপ কুণাল ঘোষের
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "বোর্ড সভাপতি বলছেন এটা অন্তর্ঘাত। আমি বলছি, এই অন্তর্ঘাত হয়েছে মালদায়। যেখানে বিশ্ববিদ্যালয়ে বিজেপির রাজ্য সভাপতি পড়ান। সংলগ্ন জেলা হচ্ছে বালুরঘাট।"