প্রবল গরম থেকে কিছুটা স্বস্তি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার রাতে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। রোদের দেখা নেই।
বৃহস্পতিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় প্রবল বৃষ্টি হয়েছে। যার ফলে তাপমাত্রাও অনেকটা কমেছে। শুক্রবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। তাপমাত্রা অনেকটাই কম। সকাল থেকেই ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মালদা, দুই দিনাজপুর এবং বিহার লাগোয়া কয়েকটি এলাকায় পৌঁছে গিয়েছে। যার ফলে কয়েকদিনের মধ্যেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওই জেলাগুলিতে।
Read More- গোল আলভারেজ ও মার্টিনেজের, কানাডাকে হারিয়ে কোপা অভিযান শুরু আর্জেন্টিনার
অন্যদিকে শুক্রবারও উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারমাধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।