উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠান সৎসঙ্গে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়পলেছে কমপক্ষে ১২১ জনের। সেই ঘটনা থেকে শিক্ষা নিতে চাইছে পশ্চিমবঙ্গ। সামনেই রথযাত্রা। এছাড়াও তারকেশ্বর মেলা-সহ রাজ্য জুড়ে একাধিক মেলা রয়েছে। সেগুলিতে বিপুল জনসমাগম হয়। এই পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়।
ভবানী ভবনে রাজ্য প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে ভিড় নিয়ন্ত্রণ ছাড়াও উঠে এসেছে রাজ্যে সাম্প্রতিক সময়ে একাধিক গণপ্রহার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ডিজি নির্দেশ দিয়েছেন, পদপিষ্টের ঘটনা যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা করতে হবে। রাজ্য প্রশাসন বিশেষ সতর্কতা নিচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়েও৷ প্রতি বছর বর্ষাকালেই রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
সাম্প্রতিক সময়ে রাজ্যে একের পর এক ডাকাতি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলিতে সাধারণত আন্তঃরাজ্য যোগাযোগ থাকে। এই বিষয়টি নিয়েও সতর্ক থাকতে বলেছেন ডিজি।
রথযাত্রা নিয়েও বিশেষ সতর্কতা নিচ্ছে প্রশাসন। কলকাতা পুলিশের এলাকায় দায়িত্বে থাকবেন দেড় হাজার পুলিশকর্মী। বড় বড় রথযাত্রার ক্ষেত্রে ডেপুটি কমিশনার পর্যায়ের আধিকারিকরা দায়িত্বে থাকবেন।