বাম ছাত্র-যুব-শিক্ষকদের SSC ভবন অভিযানে ধুন্ধুমার। নিমেষে উত্তপ্ত হয়ে উঠল করুণাময়ী চত্বর। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাম কর্মী সমর্থকদের। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এদিন বামেদের SSC ভবন অভিযান ছিল যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে।
উত্তপ্ত পরিস্থিতিতে, মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশরা। একাধিক ছাত্র-যুবকে প্রিজন ভ্যানে তুলে আটক করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। প্রিজন ভ্যান থেকে ছাত্রদের ছেড়ে দেওয়ার দাবি করেন মীনাক্ষী।
SFI, DYFI এর দলীয় পতাকা হাতে SSC ভবন অভিযান শুরু করেছিলেন ছাত্র যুবরা। তাঁদের দাবি ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে যে যোগ্য প্রার্থীরা চাকরি খুইয়েছিলেন তাঁদের অবিলম্বে চাকরি ফেরাতে হবে। ঘটনায় কার্যত বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় পুলিশের।