আজ, সোমবার শিক্ষক দিবস। প্রতিবছর এই দিনেই 'শিক্ষারত্ন' সম্মান জানানো হয়। এবার এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যের ৬১ জন শিক্ষকের হাতে। সপ্তাহের শুরু থেকেই থেকেই নির্বাচিতদের চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে শিক্ষা দফতর। এবার জেলার তুলনায় কলকাতায় শিক্ষারত্ন পুরষ্কার প্রাপকের সংখ্যা বেশি। কলকাতা থেকে শিক্ষারত্ন পাচ্ছেন মোট ৭ জন। মিলন মেলা প্রাঙ্গণে ৬১ জনের মধ্যে ১০ জন শিক্ষক ও অধ্যাপকের হাতে এই শিক্ষারত্ন সম্মান তুলে দেবে রাজ্যের শিক্ষা দফতর। বাকিদের জেলাস্তরে সম্মান জানানো হবে।
এবার কলকাতায় কৃতি শিক্ষকদের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক এই তালিকায় আছেন। কলকাতার পরই দ্বিতীয় নদিয়া। এই জেলায় ৫ জন এই পুরস্কার পাচ্ছেন। উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ায় ৪ জন করে শিক্ষক এই পুরস্কার পাচ্ছেন। দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর দিনাজপুরে তিন জন করে শিক্ষক এবার শিক্ষারত্ন পাবেন। বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও শিলিগুড়ির দুজন করে শিক্ষক এই সম্মান পাচ্ছেন। এছাড়া আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, কালিম্পংয়ের একজন করে শিক্ষক এই পুরস্কার পাচ্ছেন। এবছর মোট ১১৪১ জন কৃতি পড়ুয়াকেও সংবর্ধনা দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে যারা ছাত্রছাত্রীদের সাফল্যের নেপথ্য অবদানে থেকেছেন, সেই শিক্ষকদের সম্মান শিক্ষারত্ন পুরষ্কার দেয় রাজ্য সরকার। গত জুন মাসে এর জন্য আবেদনের বিজ্ঞ্প্তি প্রকাশ করে শিক্ষা দফতর। ওই আবেদনের ভিত্তিতে ৬১ জনকে বেছে সম্মান জানাবে রাজ্যের শিক্ষা দফতর।