স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের ভবিষ্যৎ কী ? গ্রেফতারির ২৪ ঘণ্টার পরেও তা স্পষ্ট করতে পারল না রাজ্য সরকার। এই ব্য়াপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানো হবে। সোমবার এসএসসি দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যকে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। সেই ব্যাপারে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, তিনি এমন ঘটনা আগে কখনও দেখেননি।
এই মামলায় গ্রেফতার হওয়া বাকিদের থেকে সুবীরেশের বিষয়টি কিছুটা আলাদা। তিনি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান হলেও বর্তমানে বহু পদের অধিকারী। তিনি এক দিকে যেমন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য। তেমনই কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ, নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি এবং রাজ্যের উপাচার্য পরিষদের সম্পাদক। শিক্ষামন্ত্রী ব্রাত্যকে তাঁর ছ’দিনের হেফাজতের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ব্রাত্য বলেন, এটি একটি অভূতপূর্ব ঘটনা। এমন পরিস্থিতি আগে কখনও হয়নি।