চৈত্রের প্রথম দিনই রেকর্ড গরম কলকাতায় (Kolkata Weather)। পুরুলিয়ার তাপমাত্রাকে ছুঁয়ে ফেলল কলকাতা। মঙ্গলবার কলকাতা ও পুরুলিয়ার (Puruliya) তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এরপরই তালিকায় ছিল বর্ধমান, আসানসোল, শ্রীনিকেতনের মতো রাঢ় বাংলার অঞ্চলগুলি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন রাজ্যে (West Bengal Weather Update Today) তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। প্রবল দাবদাহেই কাটবে দোল উৎসব (Holi Utsav 2022)।
মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। তবে পরিসংখ্যান বলছে মার্চের শেষের দিকে কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির ঘটনা আগেও হয়েছে। একাধিকবার ৪০ ডিগ্রিও ছুঁয়েছে শহরের তাপমাত্রা। কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে দমদমে মঙ্গলবার তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি।
আরও পড়ুন: ১২ এপ্রিলেই হবে ভোট, রাজ্যের অনুরোধ ফেরাল নির্বাচন কমিশন
সল্টলেক ছাপিয়ে গিয়েছে কলকাতাকেও। মঙ্গলবার সল্টলেকের তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি। জেলাগুলোর মধ্যে সর্বাধিক তাপমাত্রা ছিল মেদিনীপুরে। মঙ্গলবার দুই মেদিনীপুরে তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস।