রাজ্যের লক্ষ্মীলাভে বাধা প্রতারকদের। এবার রাজ্য সরকারের আবগারি দফতরের নামে জাল ওয়েবসাইটের হদিশ মিলেছে বলেই খবর। সেখান থেকে মদের দোকানের নতুন লাইসেন্স দেওয়ার দাবি করা হচ্ছে বলেই অভিযোগ। এই খবর পেতেই ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
জানা গিয়েছে, https://excise.wb.gov.in-এর মাধ্যমে নতুন লাইসেন্স বিলি থেকে অন্যান্য ঘোষণা করে থাকে রাজ্য সরকার। এই সরকারি পোর্টালে গিয়েই সরকার নির্ধারিত বিভিন্ন মদের ন্যায্য দামও জানা যায়। পাইকারি হিসাবে মদ কিনতেও বিক্রেতারা এই পোর্টাল ব্যবহার করেন। আবার কোনও ক্রেতা ‘ই-আবগারি’-র মাধ্যমে খুচরো মদ কিনতে চাইলেও যেতে পারেন এই পোর্টালে।
বর্তমানে সরকারি সেই পোর্টাল খুলতে গেলেই আবগারি দফতরের সতর্কবার্তা দেখা যাচ্ছে। আবগারি দফতরের সতর্কবাণী, সরকারি পোর্টালের মতো দেখতে বিভিন্ন জাল ওয়েবসাইটে ছেয়ে গিয়েছে নেটদুনিয়া। সেগুলির চেহারা অবিকল সরকারি পোর্টালের মতো হওয়ায় আরও বিভ্রান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। তাই বারে বারে সতর্ক করা হচ্ছে সরকারের তরফে।