গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly), যদিও দুজনের ক্ষেত্রে কারণটা সম্পূর্ণ আলাদা। BCCI এর প্রেসিডেন্ট পদ থেকে সৌরভকে সরানো নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল ইতিমধ্যেই এর জেরে কাঠগড়ায় তুলেছে বিজেপির রাজনীতিকে। এই টালমাটাল আবহেই সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান দিচ্ছে রাজ্য সরকার (West Bengal Government)।
গত ৮ তারিখে রেডরোডে অনুষ্ঠিত পুজোর কার্নিভালে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের দলের পারফরম্যান্সে মুগ্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই পুরস্কারের ঘোষণা করেন। যদিও এই ঘোষণার পরেই, রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ওয়াকিবহাল মহলের কথায়, ডোনা গঙ্গোপাধ্যায় একজন বিখ্যাত ওডিশি নৃত্যশিল্পী। তাঁকে এই সময় সম্মান দেওয়ার মধ্যে রাজনীতির গন্ধই পাচ্ছেন কেউ কেউ।