কেন্দ্র টাকা বরাদ্দ করেনি। পূর্ব ঘোষণা মতো এবার ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে রাজ্য। আবাস যোজনার আওতায় থাকা সমতলের পরিবারগুলিকে ১ লক্ষ ২০ হাজার ও প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের নির্দেশে সংশ্লিষ্ট দফতরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রে খবর, সিদ্ধান্ত হয়েছে, আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি যে সব পরিবার আবাস যোজনার টাকা পাননি, সেই পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে।
এদিন গাইডলাইনও প্রকাশ করা হয়। যাঁদের তিন-চার চাকার গাড়ি বা কৃষিযন্ত্র আছে, তাঁরা পাবেন না। মাসিক ১৫ হাজার টাকার বেশি আয়ের পরিবার ও ইনকাম ট্যাক্সের অধীনে থাকা পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবে না। পাশাপাশি যাঁদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষিজমি আছে, যাঁদের ৫ একর অসেচ কৃষি জমি আছে, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ আবাস যোজনা তালিকায় যারা রয়েছেন, তাঁরা আদৌ বাড়ি পাবেন কিনা, তা খতিয়ে দেখতেই এই SOP। দুই দফায় টাকা দেওয়া হবে। প্রথম দফায় ৬০ হাজার টাকা। বাকি টাকা দ্বিতীয় দফায় দেবে রাজ্য। এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর, পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে হবে। ২৭ নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলাশাসকের অফিসের সামনে ও ওয়েবসাইটের তালিকা দেওয়া থাকবে। কারও অভিযোগ থাকলে, সেখানে জানাতে পারবেন। ১৩ ডিসেম্বরের মধ্যে জেলাস্তরের কমিটি তালিকা অনুমোদন করবে। নবান্ন জানিয়েছে, সব হওয়ার পর, ২০ ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য।