বেসরকারী অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য কমাতে এবার নিজেরাই অ্যাপ ক্যাব আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের উদ্যোগে তৈরি ওই অ্যাপটি আগামী নববর্ষেই উদ্বোধন করা হবে বলেই খবর। জানা গিয়েছে, কলকাতার হেরিটেজ হলুদ ট্যাক্সিগুলিকেই এই অ্যাপ ক্যাব হিসেবে ব্যবহার করা হবে।
এই ঘটনা জানার পরই ক্ষুব্ধ ট্যাক্সি ইউনিয়নের নেতারা। তাঁদের অভিযোগ, ইউনিয়নগুলির সঙ্গে কোনও আলোচনা ছাড়াই পরিবহন দফতর এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা জানান, এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে কলকাতার হলুদ ট্যাক্সি, সে সম্পর্কে আদৌও কোন ধারণা নেই সরকারের। তাছাড়া বর্তমানে হলুদ ট্যাক্সি আর মিটার দেখে চলে না, ফলে অ্যাপ ক্যাব হিসেবে ভাড়া কিসের ভিত্তিতে স্থির হবে। ফলে সব মিলিয়ে এখন সরকার-ট্যাক্সি ইউনিয়নের মধ্যে হলুদ ট্যাক্সিকে 'অ্যাপ ক্যাব' বানানো নিয়ে জোর তরজা শুরু হয়েছে। এই বিষয়ে ধোঁয়াশা না কাটলে তাঁরা যে এই পরিষেবায় অংশ নেবেন না, তাও একপ্রকার বুঝিয়ে দিয়েছেন ট্যাক্সি ইউনিয়নের নেতারা।
আরও পড়ুন- Florida School Teacher: নিজের মৃত্যুর খবর লেখাই পড়ুয়াদের টাস্ক, চাকরি গেল মনোবিজ্ঞানের শিক্ষকের