আনিস খান মৃত্যুর পর চারদিন কেটে গিয়েছে। এখনও ধরা পড়েনি অভিযুক্তরা। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, অন্য সব ঘটনার থেকে এবার বেশি সক্রিয় তিনি।
রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, "এই ঘটনায় আমি মর্মাহত। এই নিয়ে বেশি কিছু বলতে চাই না। এই ঘটনায় সব সামনে আসা উচিত। আপনার রাজ্যপাল, মানুষের সেবক- এই ঘটনায় যতটা সক্রিয় হওয়ায়, তার থেকে বেশি সক্রিয়।" আনিস খানের হত্যাকাণ্ড নিয়ে সমাজে যে ব্যাপক প্রভাব পড়েছে, তার সঙ্গে আছেন বলে জানিয়েছেন রাজ্যপাল।
আনিস খান হত্যাকাণ্ডে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। এদিনও হাওড়ার আমতায় আসিফ খানের বাড়িতে যায় সিটের তদন্তকারী দল।