৫টি বেসরকারি অ্য়াপ ক্যাব সংস্থার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য। রাজ্যের পরিবহণ দৎতরের অভিযোগ, সরকারি নিয়ম না মেনে এই সংস্থাগুলি চলছে। তার জেরেই আইনি পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।
২০২১ সালে অ্য়াপ ক্যাব সংস্থাগুলির উপর নির্দিষ্ট বিধি বেঁধে দেওয়া হয়। অভিযোগ, কোনও নিয়ম মানছে না অ্যাপ ক্যাব সংস্থাগুলি। ইন-ড্রাইভ, আরইভিভি, ব়্যাপিডো, জুম ও মাই চয়েজ, এই পাঁচ সংস্থার বিরুদ্ধেই মূলত অভিযোগ। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যের পরিবহণ দফতর।
পরিবহণ দফতর সূত্রে খবর, আগেও এই সংস্থাগুলিকে শোকজ করা হয়। সন্তোষজনক কোনও উত্তর আসেনি। এবার ১৯৩(২) ধারায় এই সংস্থাগুলিকে ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রাজ্যের পরিবহণ দফতরের অনুমতি না নিয়ে ব্যবসা শুরু করাতেই এই সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য। কিছু সংস্থার বৈধ লাইসেন্স আছে। কিন্তু অনেক সংস্থার বৈধ লাইসেন্স নেই। পরিবহণ দফতরের মতে, এই সংস্থাগুলির বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, তারা যাত্রীদের কোনও দায় নেবে না। এই কারণেই এই কড়া পদক্ষেপ করতে পারে রাজ্য।