বাঙালির দুর্গাপুজোকে (Durga Puja) আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে অনুষ্ঠান। শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু অভিযোগ, সেই অনুষ্ঠানে ডাকই পায়নি রাজ্য সরকার। জানা গিয়েছে, বাংলার প্রতিনিধিত্ব করতে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে।
কেন্দ্রের এই অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া নিয়ে অবাক রাজ্যের বিভিন্ন পুজো কমিটির সদ্য ও শিল্পীরা। দুর্গাপুজোর স্বীকৃতি নিয়ে অনুষ্ঠানে রাজ্য সরকারকে আমন্ত্রণ না করে এই রাজ্যের মানুষকে অপমান করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ২০২১ সালের ডিসেম্বরে দুর্গাপুজোকে ইনট্যানজিবল হেরিটেজের সম্মান দেয় ইউনেসকো। দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে ২০২১ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জে শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগে আবেদন করেছিল রাজ্য সরকার। তার পরিপ্রেক্ষিতেই এই সম্মান ঘোষণা করে ইউনেসকো।
আরও পড়ুন: ধুঁকছে বঙ্গ বিজেপির সংগঠন, কর্মীদের মনোবল বাড়াতে রাজ্যে ২ দিনের সফরে অমিত শাহ
আমন্ত্রণ না পাওয়া নিয়ে যারা অভিযোগ করেছেন, তাঁদেরকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, "আমি জানি না ঠিক কী অনুষ্ঠান আছে। সরকারি অনুষ্ঠান আছে। আমিও জানি না। আমাকেও নেমন্তন্ন করা হয়নি। কিন্তু যারা হাহাকার করছেন, নেমন্তন্ন পাননি বলে। গতবার প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী ছিলেন। কেউ জয় শ্রীরাম বললে তাঁর অপমান হয়েছিল। এই ধরনের অপমান হতে কেন যাচ্ছেন। ডাক পাওয়া চাই। আবার অপমানিত বোধ করেন। না পেলে কষ্ট হয়, পেলে হজম হয় না। আমরা তো এরকম করি না। আমাদের তো কেউ কোনও দিন ডাকে না। এখানকার রাজ্য সরকার কোনও এমএলএ-এমপিকে ডাকে না। কোনও সরকারি কমিটিতে আমাদের রাখে না। সামান্য সম্মান সৌজন্যও দেখায় না। আমাদের মনে কষ্ট নেই। কারণ এদের কাছ থেকে আমরা কিছু আশা করি না।"