বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakhir Bhandar) আর্থিক বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। এদিন বিধানসভায় বাজেট ঘোষণার পর একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি জানান, চলতি অর্থবর্ষে (FY 2022-23) লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ হাজার কোটি টাকা।
বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) জয়লাভের পর রাজ্যের মেয়েদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার (Duyare Sarkar) ক্যাম্পের মাধ্যমে জমা নেওয়া হয় আবেদনপত্র। এদিন রাজ্যের বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে ১ কোটি মানুষ এই সুবিধা পাচ্ছেন। তার ফলেই আরও অর্থ বরাদ্দ করছে রাজ্য।
আরও পড়ুন: মুখে ব্যান্ডেজ বাঁধা! হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র
লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও খাদ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী প্রকল্পের খাতেও আর্থিক বরাদ্দ বাড়িয়েছে রাজ্য। নারী ও শিশুকল্যাণ বিভাগ ও অনগ্রসর উন্নয়নেও বরাদ্দ বাড়ানো হয়েছে এবারের বাজেটে।