আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ(Ballygaunge Assembly by election 2022) এবং আসানসোলে(Asansol Loksabha by election 2022) হবে উপনির্বাচন। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়ে গেছে প্রস্তুতি। প্রার্থী ঘোষণা করে দিয়েছে শাসকদল তৃণমূল(TMC)। কিন্তু ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা(Madhyamik 2022)। এবছর হোম সেন্টারেই পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। কিন্তু ভোটের জন্য স্কুলগুলি নিয়ে নিলে পরীক্ষার্থীদের কী হবে?
সূত্রের খবর, ইতিমধ্যেই এ নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর(Harikrishna Dwevedi) সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্কুল শিক্ষা সচিব। রাজ্যের স্বরাষ্ট্র দফতর পরীক্ষা উপলক্ষ্যে উপনির্বাচন পিছনোর আর্জি জানিয়েছে।
আরও পড়ুন- JEE Main Exam: বদলে গেল JEE Main পরীক্ষার সূচি, নতুন রুটিনে প্রভাব পড়তে পারে উচ্চমাধ্যমিকে
উল্লেখ্য, এবারের উচ্চমাধ্যমিক(HS Exam 2022) পরীক্ষার্থীরা নিজের স্কুলেই পরীক্ষা দেবেন বলে স্থির হয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যেকটি স্কুলেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে ভোটগ্রহণকেন্দ্র হিসেবে স্কুলগুলিকে নিতে সমস্যা হবে নির্বাচন কমিশনের(State Election Commission)। আবার স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভোটের ডিউটিতেও পাঠানোর ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। এক্ষেত্রে উপনির্বাচন এবং উচ্চ মাধ্যমিকের সূচি সংঘাতে ফের প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। উচ্চ মাধ্যমিকের সূচিতে(HS Exam Routine 2022) কি তাহলে ফের বদল করা হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পড়ুয়া, শিক্ষক, অভিভাবকদের মনে।