গত বছর ডিসেম্বরে, কলকাতা পর্যটনকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ 'ডিসকভার কলকাতা' নামে একটি পাস চালু করেছিল। ANI সূত্রে খবর, সারা দেশ তথা শহরের অসংখ্য পর্যটক এই পাস সম্পর্কে অবগতই নয়। এই পাস ব্যবহারে ৭ দিন কলকাতার ২৫ টি জায়গা নির্ঝঞ্ঝাট ঘুরিয়ে দেখানো হবে। কিউআর কোড সম্বলিত ওই পাস থাকলে দর্শনার্থীদের টিকিট কাটতে দিতে হবে না লাইনও। তবে ব্যবস্থায় খেদ না থাকলেও প্রচারে রয়েছে। অধিকাংশ মানুষ জানেনই না এই পাস সম্পর্কে।
Salt Lake Suicide: শহরে ফের আত্মহত্যা, সেক্টর ফাইভের বহুতল থেকে ঝাঁপ তরুণীর
দিল্লি থেকে কলকাতা এসেছিলেন রাহুল। তিনি ANI কে জানান, 'দিন কয়েকের জন্য কলকাতা এসে মিউজিয়াম, ভিক্টোরিয়া ঘুরে দেখার ইচ্ছে ছিল। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পাস সম্পর্কে কিছুই জানতাম না।' এই প্রসঙ্গে, পর্যটন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র মোহন জানান, 'রাজ্যের এই পাস ব্যবহারে ২৫ টি জায়গা ঘুরে দেখা যাবে। পাসটির বৈধতা ৭ দিন। অফিশিয়াল ওয়েবসাইটে বুক করতে হবে পাস। '