পুজোর আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগেই রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত। এবার স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের ছুটি বাতিল করল রাজ্যের স্বাস্থ্য দফতর। তৈরি হয়েছে নতুন রস্টার ডিউটি।
রাজ্য সরকারের ছুটি ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত। এই সময়কালে ছুটি বাতিল করে ঘুরিয়ে ফিরেয়ে তাঁদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার এই নিয়ে একটি নির্দেশিকাও জারি করেছে স্বাস্থ্য ভবন। যেখানে চিকিৎসকদের মোবাইল নম্বর দিয়ে কোন চিকিৎসক কোন দিন দায়িত্বে থাকবেন, জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন ২ জন থেকে ৫ জন করে চিকিৎসককে দায়িত্ব পালন করতে হবে। যদিও ওই নির্দেশিকায় ডেঙ্গির বাড়বাড়ন্তের কথা উল্লেখ করা হয়নি। তবে এই নির্দেশিকাকে পুজোর আগে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবেই মনে করছে স্বাস্থ্যভবনের একাংশ।
নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রত্যেক জেলার জেলাশাসককে নির্দেশও দিয়েছেন তিনি। হাসপাতালগুলিতেও জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর আগে ও পরে এলাকা পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। উত্তর ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির মতো জেলাগুলিকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ডেঙ্গি সংক্রমণ যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়, তার জন্য স্বাস্থ্যভবনকে নির্দেশ দিয়েছে নবান্ন।