আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। অন্ধ্র উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। যার প্রভাবে কালীপুজোয় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুবছর পর স্বাভাবিক ছন্দে কেটেছে দুর্গাপুজো। সামনে কালীপুজো। নিম্নচাপে প্রভাবে কালীপুজো, ভাইফোঁটাতেও বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। তবে, কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে তা এখনও জানায়নি হাওয়া অফিস।
দুই বঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও, আপাতত বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যেটি আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। ফলে, কালীপুজোতেও ভাসতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবার নিজের শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্তটি। এরপর শনিবার সেটি গভীর নিম্মচাপে পরিণত হবে। ২০ অক্টোবরের পর আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
মায়ানমার থেকে এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে সিত্রাং। তবে, এই ঘূর্ণিঝড়টি কোনও ভাবেই সুপারসাইক্লোন হচ্ছে না। যদিও এই ঝড়ের অভিমুখ কোন দিকে, কোথায় গিয়ে আছড়ে পড়বে তা নিয়ে এখনই কিছু জানায়নি আবহাওয়া দফতর।