আসন্ন ১০৮টি পুরসভা নির্বাচনে (Municipal Election 2022) পুলিশের ওপরই আস্থা রাখতে চায় রাজ্য (West Bengal)। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) দেওয়া হবে কিনা, তা জানতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে হলফনামা চেয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, আগের পুরভোটের মতো রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন করাতে চাইছে নবান্ন।
আসন্ন পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট হবে কিনা, তা নিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) জানাতে বলেছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের কাছে তা নিয়ে জানতে চায় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচন কমিশনকে নবান্ন জানিয়েছে, পুলিশ বাহিনী (West Bengal Police) মোতায়েন করেই নির্বাচন হবে। রাজ্য সরকারের মতে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। আদালতে নবান্নের সিদ্ধান্তই জানাতে পারে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: কবে দেওয়া হবে মাধ্যমিকের অ্য়াডমিট কার্ড, জানাল মধ্যশিক্ষা পর্ষদ
কলকাতা পুরভোট ও চার পুরভোটে সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টে মামলা করে বিজেপি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে চার পুরভোটের সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেয় হাইকোর্ট। আসন্ন ১০৮টি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা, তা নিয়ে ফের নির্বাচন কমিশনের কাছে জানতে চায় আদালত। নবান্নের এই সিদ্ধান্তের পর হাইকোর্ট কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর থাকবে।