অনলাইনে চাকরির আবেদন নিয়ে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনেকেই চাকরির জন্য আবেদন করেছেন, অথচ অনলাইনে ফি জমা করতে সসমস্যার সম্মুখীন হয়েছেন সেই সব চাকরিপ্রার্থীদের জন্যই এই বিশেষ বিজ্ঞপ্তি।
সোমবার পর্ষদের তরফে জারি করা এই বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা চাকরির আবেদন করেছেন। কিন্তু অনলাইনে আবেদন ফি জমা করতে পারেননি। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে পর্ষদ। মঙ্গলবার তাঁরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে ফি জমা করতে পারবেন।
পর্ষদের ওয়েবসাইটে গিয়ে 'অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট ২০২২' অপশনটিতে ক্লিক করতে হবে। তার পর 'সাবমিট অ্যান্ড পে' অপশনে ক্লিক করলেই টাকা জমা হয়ে যাবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
পর্ষদের সাইটে অনলাইনে চাকরির আবেদন জানাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছিলেন। সমস্যার কারণে সময়সীমা পেরিয়ে যায়। ফি জমা করতে পারেননি তাঁরা। পর্ষদের কাছে অভিযোগ জমা পড়ে। এরপরেই এই নতুন বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ।