Liquor Consumption: কোভিড কমতেই মদ বিক্রির রেকর্ড, গত অর্থবর্ষে ১৩ হাজার ৬০০ কোটি টাকা মুনাফা রাজ্যের

Updated : Apr 05, 2022 19:00
|
Editorji News Desk

গত অর্থবর্ষে মদ বিক্রিতে (Liquor Sell) রেকর্ড আয় রাজ্যের। ২০২১-২২ অর্থবর্ষে (2021-22 FY) রাজ্য আবগারি দফতরের আয় গত বছরের থেকে ১০ শতাংশ বেশি। এই অর্থবর্ষে মোট মুনাফার অঙ্ক ১৩,৬০০ কোটি টাকা। কোভিডের আগের সময়ের থেকে ২০ শতাংশ বেশি আয় করল রাজ্য।

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দেশী মদ (Desi Liquor) থেকেই আয়ের পরিমাণ মোট মুনাফার এক তৃতীয়াংশ। বিদেশ থেকে দেশী মদের আমদানি করেছে রাজ্য। দেশী মদের দাম কমানোর ফলে বিক্রি বেড়েছে ২০০%। যা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে আবগারি দফতর। এই অর্থবর্ষে যতটা মদ বিক্রির টার্গেট রাখা হয়েছিল, তার থেকে বেশি বিক্রি বেড়েছে। তবে এই বছর সবথেকে বেশি বিক্রি হয়েছে বিদেশি মদই (Foreghn Liquor)।

প্রসঙ্গত, এবার করোনার প্রকোপ কাটিয়ে দীর্ঘদিন পর রঙের উৎসবে মেতেছিলেন বঙ্গবাসী। গত ২ ‌বছর সেই আনন্দে ভাটা পড়েছিল। কালীপুজো ও ক্রিসমাসের পর দোল উৎসবে মদ বিক্রির পরিমাণ রেকর্ড তৈরি করে। এমনকী দোলের সপ্তাহে মদ বিক্রি করে রেকর্ড আয়ও করেছিল রাজ্য সরকার। আবগারি দফতরের হিসাব অনুযায়ী, দোলের এক সপ্তাহের চারদিন ধরে বিপুল আয় বেড়েছে রাজ্যের।

আরও পড়ুন: বড়দিন ও নতুন বছরের মরসুমে রাজ্যে দৈনিক মদ বিক্রি ৭০-৭৫ কোটি !

এ বছর শুক্রবার দোল পূর্ণিমা ও শনিবার ছিল হোলি। টানা তিনদিন লম্বা ছুটি। বৃহস্পতিবার রাত থেকে তাই উৎসবের মেজাজে ছিলেন রাজ্যের সুরাপ্রেমীরা। রাজ্য আবগারি দফতরের রিপোর্ট অনুযায়ী, দোল উৎসবের এই চারদিনে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। অর্থাৎ রোজ গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দোকান বন্ধ ছিল। কিন্তু শনি ও রবিবারেই রেকর্ড মদ বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। আবগারি দফতরের রিপোর্ট, দোলের সময় সবথেকে বেশি বিক্রি হয়েছে দেশি মদ। তারপর বিদেশি হুইস্কির বিক্রি ছিল সবচেয়ে বেশি।

গত বছরেও বড়দিন ও নতুন বছরের মরসুমে মদ(Liquor) বিক্রিতে রেকর্ড গড়ে রাজ্য(West Bengal) । আফগারি দফতরের হিসাব অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি প্রতিদিন গড়ে ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে । এই ৯ দিনের মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে ২৫ ও ২৬ ডিসেম্বর ।

আরও পড়ুন: মদের হোম ডেলিভারি নিয়ে পরিকল্পনার পথে রাজ্য, বাছা হয়েছে চার ই-রিটেল সংস্থাকেও

কোভিডের জন্য দীর্ঘদিন ঘরবন্দী ছিল সাধারণ মানুষ। পুজোর সময় থেকে সব ফের স্বাভাবিক হতে শুরু করে। দুর্গাপুজো ও বর্ষবরণেও মদ বিক্রির রেকর্ড গড়েছিল রাজ্যের আবগারি দফতর। বর্ষবরণে টানা ৯ দিন ধরে রোজ ৭০ কোটি টাকা করে মদ বিক্রি হয়েছে। 

alcoholic drinkFinancial YearWest BengalLIQUOR SHOP

Recommended For You

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি

editorji | কলকাতা

Mamata Banerjee : ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মমতা