৭৩ তম প্রজাতন্ত্র দিবসে (73th Republic Day) জন্য নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে রাজ্য। রাজ্য সরকারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান (Republic Day 2022) ঘিরে কঠোর নিরাপত্তা রেড রোডে (Red Road)। ২৬ জানুয়ারি সকালে রেড রোড চত্বরে থাকবে মোট ১১০০ পুলিশকর্মী। মোট ১১টি জোনে ভাগ করা হয়েছে রেড রোড। প্রত্যেক জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার। রেড রোডের কুচকাওয়াজে নেতাজির ট্যাবলো ও 'সেফ ড্রাইভ সেভ লাইভ' ট্যাবলো (Safe Drive Save Lives) দেখা যাবে।
রেড রোডে কী কী নিরাপত্তা ব্যবস্থা থাকছে
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে অলিম্পিকের সোনা জয়ী নীরজ চোপড়া পাচ্ছেন বিশেষ মেডেল
এবার প্যারেডে মূল আকর্ষণ নেতাজির ট্যাবলো। ইতিমধ্যেই তা প্রস্তুত করা হয়ে গিয়েছে। দিন কয়েক আগেই নেতাজি ট্যাবলোকে রেড রোডের কুচকাওয়াজে রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য। দিল্লির অনুষ্ঠান থেকে রাজ্যের নেতাজি ট্যাবলো বাদ পড়ার পরেই রেড রোডের কুচকাওয়াজে নেতাজি ট্যাবলো রাখার সিন্ধান্ত নেওয়া হয়। নেতাজির ট্যাবলো ছাড়াও থাকছে 'সেফ ড্রাইভ সেভ লাইভ' ট্যাবলো।