দেশের একাধিক রাজ্যে করোনা সংক্রমণ (Covid Affection) ঊর্ধ্বমুখী। গত ২-৩ দিন ধরেই সংক্রমণের হার বেশ ঊর্ধ্বমুখী। গত বুধবার ৬৫ শতাংশ বাড়ে সংক্রমণ। বৃহস্পতিবার তা আরও বাড়তে পারে। কেমন আছে দেশের কোভিড পরিস্থিতি! রাজ্যেরই বা পরিস্থিতি কি! সঠিক তথ্য জানতে ফের রাজ্যে শুরু হচ্ছে সেন্টিনাল সার্ভিল্যান্স (sentinel surveillance)।
কী এই সেন্টিনাল সার্ভিল্যান্স!
বিভিন্ন রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। পশ্চিমবঙ্গে কোভিডের সংক্রমণ (Covid 19 Bengal) এখন তেমন না থাকলেও আগে থেকেই সতর্ক প্রশাসন। তাই আগেভাগেই থেকে প্রশাসনের পক্ষ থেকে সেন্টিনাল সার্ভিল্যান্স চালু করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
কীভাবে কাজ হবে সেন্টিনাল সার্ভিল্যান্সের!
রাজ্যের ২৮টি স্বাস্থ্য জেলায় হাসপাতাল (Zila Hospital) ভিত্তিক সমীক্ষা করবে এই সেন্টিনাল সার্ভিল্যান্স। ২৭-২৯ এপ্রিল প্রথম সমীক্ষা (District Hospital Survey) হবে। প্রত্যেক স্বাস্থ্য জেলা থেকে ৪০০ নমূনার ফলাফল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ৩০ এপ্রিলের মধ্যে ফলাফল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ২০৬৭, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪০ জন
দেশজুড়ে কোভিডের দৈনিক সংক্রমণের বৃদ্ধিতে আশঙ্কাতে কেন্দ্রও। বুধবার দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৩৮০ জন। বৃহস্পতিবারও সংখ্যাটা ২ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪০ জনের। এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ৬২ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৯ হাজার ৯৭৪।