ADR Report: মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা, শীর্ষে রাজ্য, দলগত হিসেবে শীর্ষে বিজেপি

Updated : Aug 22, 2024 09:27
|
Editorji News Desk

আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। একাধিক রাজ্যে এই ঘটনার জেরে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এবার দেশের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগের একটি রিপোর্ট সামনে এসেছে। ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, দেশের মোট ১৫১ জন বিধায়ক ও সাংসদের নামে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা আছে। এই তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ। তবে দেশের মধ্যে দল হিসেবে সবথেকে বেশি নাম আছে বিজেপি নেতাদের। এর মধ্যে বেশ কয়েকটি ধর্ষণের মামলাও আছে। 

২০১৯-২০২৪ সাল, এই সময়কালের মধ্যে হওয়া নির্বাচনে প্রার্থীদের হলফনামা ঘেঁটে দেখেছে অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)। এই পাঁচ বছর সময়কালের মধ্যে কমিশনে মোট ৪,৮০৯টি নির্বাচনে হলফনামা জমা পড়েছে। তার মধ্যে ৪,৬৯৩টি হলফনামা বিশ্লেষণ করে ৩০০ পাতার রিপোর্ট তৈরি করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দেশের ১৬ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। দোষী প্রমাণিত হলে তাঁদের ১০ বছরের কারাদন্ড হতে পারে। তাদের মধ্যে ৫ জন কংগ্রেসের ও ৫ জন বিজেপির জনপ্রতিনিধি।   

মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলায় শীর্ষে এই রাজ্য। সাংসদ ও বিধায়ক মিলিয়ে মোট ২৫ জনের বিরুদ্ধ মামলা আছে। বাংলার পরে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলায় দল হিসেবে শীর্ষে বিজেপি। ৫৪ জন বিজেপি প্রতিনিধির বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা আছে। ADR নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য জানতে পেরেছে। বিজেপির পরই রয়েছে কংগ্রেস ও টিডিপি। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় বাংলা থেকে নাম আছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। ধর্ষণের মামলায় এই রাজ্যে নাম আছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় নাম আছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালেরও। 

ADR-এর রিপোর্ট অনুযায়ী, মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় বাংলার একাধিক বিধায়কের নাম আছে। তালিকায় আছেন মুকুল রায়, মনগোবিন্দ অধিকারী, পরেশরাম দাস, লক্ষ্মণ চন্দ্র ঘোরুই, অমরনাথ শাখা, বিষ্ণুপ্রসাদ শর্মা, বাবুল সুপ্রিয়, উত্তর বারিক, তপন চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, গৌরীশঙ্কর ঘোষ, কৌশিক রায়, আমিরুল ইসলাম, অসীম কুমার সরকার, অসীম বিশ্বাস, সৌমেন রায়, হামিদুল রহমান, মধুসূদন ভট্টাচার্য, সুব্রত ঠাকুর, অলোক জলদাতা। 

West Bengal

Recommended For You

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি

editorji | কলকাতা

Mamata Banerjee : ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মমতা