দুর্গাপুজোর মাত্র কয়েকদিন বাকি। ঠাকুর দেখতে ভিড় জমাবেন কয়েক লক্ষ মানুষ। ট্রেন, বাস, মেট্রোতে উপচে পড়বে ভিড়। পুজোর আগে গাড়ি ভাড়াও আকাশছোঁয়া। ট্যাক্সি, অনলাইন ক্যাবের ভাড়াও চড়া হবে। পুজোর আগে বিশেষ ব্যবস্থা রাজ্য পরিবহণ দফতরের। শহরতলি থেকে বাসেই হবে কলকাতা পুজো পরিক্রমা। খরচ কত হবে! কোন রুটে চলবে বাস! জেনে নিন বিস্তারিত।
রাজ্য পরিবহণ দফতর শহরতলি থেকে কলকাতার পুজো পরিক্রমা করাবে। নন-এসি বাসে দেখা যাবে উত্তর ও দক্ষিণের একাধিক ঠাকুর। দেখা যাবে বাগবাজার সর্বজনীন, বাগবাজার পল্লী, কলেজ স্কোয়ার, শিবমন্দির, মুদিয়ালি, বাদামতলা আষাঢ় সঙ্ঘ ও একডালিয়া ও সিংহী পার্ক।
এই বাসগুলির রুট কী
হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা ও ডানলপ মোড় থেকে বাস ছাড়বে। ব্যারাকপুর ও হাবড়া ডিপো থেকে বাস সকাল সাড়ে ৮টায় ছাড়বে।
কবে হবে এই পুজো পরিক্রমা
সপ্তমী ও নবমীতে এই পুজো পরিক্রমা করবে রাজ্যের পরিবহণ দফতর
কত হবে ভাড়া
হাওড়ার সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড়, ব্যারাকপুর থেকে জনপ্রতি ভাড়া ৪০০ টাকা। হাবড়া ডিপো থেকে ভাড়া জনপ্রতি ৫০০ টাকা। ৫ বছরের উপরে বয়স হলেই ভাড়া লাগবে।
বাসগুলি নির্ধারিত রুটে বারোয়ারি পুজোগুলি ঘুরে দেখাবে। যেখান থেকে যাত্রাশুরু হবে, সেখানেই শেষ হবে।
বুকিং কীভাবে
www.wbtconline.in এই সাইট থেকে বুক করা শুরু হয়ে গিয়েছে বাস। এছাড়া 8697733391/8697733392 এই দুটি নম্বরে ফোন করেও বুক করা যাবে। হোয়াটসঅ্যাপে বুক করতে হলে 9830177000 এই নম্বরে মেসেজ পাঠাতে হবে।