হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন। তারপরেই মা আসবেন। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কুমোরটুলিতে চলছে মূর্তি তৈরির কাজ, মণ্ডপ শিল্পীদের ব্যস্ততাও তুঙ্গে। পাশাপাশি পুজো উপলক্ষ্য়ে একাধিক নতুন পরিকল্পনা নিয়ে এসেছে রাজ্য সরকারও।
ঠাকুর দেখার জন্য বিশেষ প্যাকেজ আনতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিক বৈঠক করে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এসি ট্রামের মাধ্যমে ঠাকুর দেখা তার সঙ্গে পেট পুজোরও ব্যবস্থা থাকবে।
শ্যামবাজার থেকে শুরু হয়ে বালিগঞ্জ পর্যন্ত চলবে ওই ট্রাম। জনপ্রতি ৬০০টাকা করে খরচ করলেই ঠাকুরদেখা এবং তারসঙ্গে চা-কফি, স্ন্যাকস এবং দুপুরের খাবার পাওয়া যাবে।
Read More- দুর্গাপুজোর জন্য বিশেষ অ্য়াপ, কোন মণ্ডপে কত ভিড়, জানা যাবে সহজেই
পররিবহনমন্ত্রী আররও জানিয়েছেন,চলতি বছররেও সারারাত বাস চালানো হবে। ঠাকুর দেখতে বেরিয়ে কারোর যাতে সমস্যা না হয় তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পুজোর শপিংয়েরর জন্যও অতিরিক্ত বাস চালানোর হবে।