কোভিড পরিস্থিতিতে (Covid 19) সুরাপ্রেমীদের জন্য হোম ডেলিভারির (Home Delivery) ব্যবস্থা করেছিল রাজ্য। এই পরিষেবা এখন কোথাও সক্রিয় আছে, আবার কোথাও বন্ধ। এবার পাকাপাকি ভাবে এই পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার। বিভিন্ন ই-রিটেল সংস্থার (E-Retail) সঙ্গে চুক্তি করবে রাজ্য। ঘরে বসেই মদের হোম ডেলিভারি (Liquor Home Delivery) পাবেন গ্রাহকরা।
আবগারি দফতর এখনও কিছু ঘোষণা না করলেও সুরাপ্রেমীদের জন্য মদের 'ই-রিটেল' ব্যবস্থা নিয়ে ভাবছে রাজ্য। জানা গিয়েছে, গত অগাস্ট মাস থেকে এই নিয়ে কাজও শুরু হয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল মাস থেকে বিভিন্ন ই-রিটেল সংস্থার মাধ্যমে ঘরে বসে মদ ডেলিভারি পাবেন সুরাপ্রেমীরা। ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজস কর্পোরেশন (BEVCO) মদের ই-রিটেলের জন্য আগ্রহী সংস্থাদের আবেদন করতে বলেছিল। যারা খুচরো দোকান থেকে মদ কিনে ক্রেতাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবেন। শর্ত, ক্রেতার বয়স ১৮ বছরের ওপরে হতেই হবে।
আবগারি দফতর সূত্রে খবর, ২৫ হাজার টাকা অগ্রিম জমা দিয়ে প্রচুর আবেদন পড়েছিল। এর মধ্যে চারটি সংস্থা বেছে নেওয়া হয়েছে। কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের চারটি সংস্থা এর বরাত পেয়েছে। জানা গিয়েছে, বাজিমাত ড্রিঙ্কংস, নেচারস বাস্কেট, দুনজো ডিজিটাল ও প্লটিনাস অ্যানালাটিকা নামে চার সংস্থার নাম চূড়ান্ত হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মউ স্বাক্ষর হবে চার সংস্থার সঙ্গে। স্টেট বেভারেজস কর্পোরেশন আগামী অর্থবর্ষের গোড়ার দিকে এই পরিষেবা চালু করে দেবে।
আরও পড়ুন: ঘুমের ওষুধের বিকল্প হিসেবে বয়স্কদের অবসাদ কমাতে পারে এই থেরাপি
তবে মদের হোম ডেলিভারিতে কিছু টাকা বেশি দিতে হয় ক্রেতাদের। আবগারি দফতর যে নতুন ব্যবস্থা করেছে, তাতে কত দাম বেশি দিতে হবে, তা এখনও জানা যায়নি। সংস্থাগুলোর সঙ্গে চুক্তির পরই এই নিয়ে সিদ্ধান্ত হবে।