পূর্বাভাসমতো শনিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে চলছে রাজ্য। শেষপর্যন্ত ঘূর্ণাবর্ত যদি সৃষ্টি নাও হয়, তবুও স্থলভাগে প্রবেশ করা প্রচুর জলীয় বাষ্পের জেরেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ফলে ষষ্ঠীতে ঝিরিঝিরি, সপ্তমী থেকে দশমী মুষলধারে ভাসতে চলেছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ।
শনিবার সকাল থেকেই ঠা ঠা রোদে পুড়ছে গোটা রাজ্য। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন- Jangipur Fraud Husband: অনাথ পরিচয় দিয়ে ২৪টি বিয়ে! প্রতারণার অভিযোগে শ্রীঘরে বারাসতের ঠগ বর
আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার থেকে শুরু হলেও শনিবার কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সপ্তমী অর্থাৎ রবিবার থেকে দশমী অর্থাৎ বুধবার পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা সহ পশ্চিমের জেলাগুলিতেও ভাল বৃষ্টি হবে বলেই মত উপ-অধিকর্তার।