বৃহস্পতিবার রাত থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণের জেলাগুলিতে । শুক্রবার সকালে মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টিতে ঘুম ভেঙেছে বাঙালির । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে । উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া । একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুরে । সেইসঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই বর্ধমান এবং বীরভূমে । বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত । রবিবার বৃষ্টির পরিমাণ কমবে । তবে, সোমবার থেকে ফের বৃষ্টিতে ভিজবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম । মঙ্গলবার অর্থাৎ ভোটের ফলাফলের দিন বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ।
উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে আগামী কয়েকদিন । রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে । হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদহে । মঙ্গলবারও অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের একাধিক জেলাতেও ।
ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে বর্ষা । ৩০ মে ভারতে বর্ষা প্রবেশ করে গিয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। সরকারি হিসেব অনুযায়ী, ফি বছর সাধারণত জুন মাসের প্রবেশ করে মৌসুমী বায়ু। তারপরেই শুরু হয় বর্ষা। এবং সেপ্টেম্বরে বিদায় নেয়। কিন্তু এবার সব রেকর্ড ভেঙে মে মাসের একদম শেষে বর্ষায় আগমন হল । সেক্ষেত্রে, বাংলায় বর্ষা ঢুকতে আর বাকি মাত্র কয়েক দিন ।