সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। বইছে ঝড়ো বাতাসও। সোমবার কালীপুজোর দিন সিত্রাংয়ের প্রভাবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে ইতিমধ্যেই হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
উপকূলের অনেকটা কাছে চলে এসেছে সিত্রাং। রবিবার রাত থেকেই উপকূলবর্তী এলাকায় বদলেছে আবহাওয়া। সোমবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও বেলায় বাড়বে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার দাপট। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা।
এর মধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার এই দুই জেলায় ৭-২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। অন্যদিকে, হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই ৫টি জেলায় ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুধু বৃষ্টি নয়। ঝড়ো হাওয়ার ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। তীব্র ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। এই তিন জেলায় সোমবার রাতে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তবে, এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকবে তুলনায় কিছুটা কম— ঘণ্টায় ৫০ কিলোমিটার।
শুধু সোমবার নয় মঙ্গলবারও চলবে বৃষ্টির প্রভাব। ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা এবং নদীয়ায়। মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। একে অমাবস্যার কোটাল তার ওপর ঘূর্ণিঝড়ের দাপট। বিপুল জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় ইতিমধ্যে দীঘা, মন্দারমনি, তাজপুরের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।