প্রবল শীতের প্রকোপ থেকে এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজ্য(West Bengal)। দ্রুত বাড়তে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা(Temperature)। তবে এখনও স্বাভাবিকের চেয়ে খানিকটা নিজেই থাকছে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Office) জানিয়েছে, আগামী দু-তিন দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস(Rain Forecast) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- Kolkata News: গাড়ির ধাক্কায় থেঁতলে গেল অটো! যাদবপুরে দুর্ঘটনা, আশঙ্কাজনক যাত্রীরা
আবহাওয়া দফতর(Weather Department) সূত্রে খবর, শুক্রবার আকাশ পরিষ্কার থাকবে। তবে শনিবার থেকে আকাশে মেঘ জমতে শুরু করবে। রবিবার পুরোপুরি মেঘলা আকাশ, সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ(Kolkata) রাজ্যের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত পশ্চিমী ঝঞ্ঝার দাপটে হবে এই বৃষ্টি।