পুজোর শেষবেলাতেও পিছু ছাড়ল না বৃষ্টি। নবমীর বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। যার ফলে প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে দর্শনার্থীদের। শুধু কলকাতাতেই নয়, দুই বর্ধমান, হুগলি, ঝাড়গ্রামেও বৃষ্টি হয়েছে বলেই খবর।
আগেই সতর্ক করেছিল হাওয়া অফিস। তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বলে কথা। পুজোর শেষদিনের আনন্দ চেটেপুটে উপভোগ করতে রাস্তায় বেড়িয়েছিলেন মানুষজন। কিন্তু বেলা বাড়তেই সব আনন্দ গলে জল। নবমীর রোদ ঝলমলে আকাশে দেখা দেয় দুর্যোগের কালো মেঘ। বেলা ১টার পর থেকেই কলকাতার নানা প্রান্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তবে রোদ-বৃষ্টির এই অনিশ্চয়তাকে সঙ্গী করেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল নেমেছে নবমীতে।
আরও পড়ুন- Kalyan Banerjee: দেবীর সামনে দাঁড়িয়ে কেঁদে ভাসালেন কল্যাণ, ভাইরাল হল ভিডিও
সপ্তমীতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। শুধু সপ্তমী নয়, অষ্টমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছিল। কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণের মোট ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়। উত্তরের কার্শিয়াং-কালিম্পং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।