হেমন্তেই শীতের আগমন। পশ্চিমের প্রতিটি জেলায় পারদ নামছে দ্রুত গতিতে। ইতিমধ্যে কমবেশি প্রতিটি জেলায় পারদ ১৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে। আলিপুরের ইঙ্গিত, অগ্রহায়ণ মাস শেষে আগে শুরু হবে শীতের ব্যাটিং।
সম্প্রতি সান্দাকফুতে বরফ পড়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিঙ এবং কালিপঙে। ফলে উত্তরবঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভোরের দিকে কুয়াশা পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে আগামী কয়েকদিন নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তাই মনে করা যেতে পারে, এবার ব্যাট চালাবে শীত। কারণ, ফারাক কমছে সর্বোচ্চ ও সর্বনিম্নের মধ্যে।