লক্ষ্মীপুজো মিটলেও বর্ষা-বিদায়ের আশা নেই। প্রাত্যহিক জনজীবনে এখনও অস্বস্তি হয়ে থাকবে বৃষ্টি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, এখনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। তবে রাজ্যের অন্য জেলাগুলিতে মাঝে মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই দাবি আলিপুরের। মূলত বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের কারণেই এই বৃষ্টি চলবে বলেই মত আবহবিদদের। উত্তরবঙ্গে ১২ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Kaushik Sen: লক্ষ্মীপুজোয় চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ অভিনেতা কৌশিক সেনের, ছিলেন রেশমী-ঋদ্ধিও
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবারও হালকা বৃষ্টি হতে পারে। তবে মেঘলা থাকলেও কলকাতায় বৃষ্টি হবে না। আগামী দুই থেকে তিনদিন হালকা -মাঝারি বৃষ্টি চলবে রাজ্যে। উত্তরের পাঁচ জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।