আগামী কয়েকঘণ্টায় শক্তি বাড়াবে বঙ্গোপসাগরের নিম্নচাপ (Bay Of Bengal Depression)। তার জেরে রাজ্যে দুর্যোগের আশঙ্কা। জানা গিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে অবস্থান করছে নিম্নচাপটি। যা বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি। বিকেলের দিকে বঙ্গীয় উপকূলবর্তী এলাকায় ঢুকে যাবে। তার জেরে উপকূলের জেলাগুলিতে (Coastal Area) ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর (Weather Report Today) সূত্রে খবর, রবিবার থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা আছে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ব্যাংকক যেতে বাধা অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে, বিমানবন্দরেই নোটিস ইডির
দক্ষিণ ২৪ পরগনায় দুর্যোগ মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার কলকাতার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলা বাড়তেই নিম্নচাপের প্রভাব পড়বে। কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।