মঙ্গলবার থেকে ফের হাওয়া বদল হতে পারে রাজ্যে। মূলত দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে এমনটাই দাবি আলিপুর আবহাওয়া দফতরের। কারণ, আগেই জানানো হয়েছিল বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। তার জেরেই মঙ্গলবার থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
এদিনও ভ্যাপসাই থাকতে চলেছে কলকাতার আবহাওয়া। গরম শুধু কলকাতাতেই নয়, জম্মু-কাশ্মীর, রাজস্থান-সহ দেশের একাধিক রাজ্যে উষ্ণ হচ্ছে সেপ্টেম্বর। গরমের নিরিখে গত ১৮ বছরের রেকর্ড ভেঙেছে শ্রীনগর। রাজস্থানের একাধিক জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রির উপরে।
আরও পড়ুন : রবিবার শপিং-এর প্ল্যান? বাধ সাধতে পারে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
আলিপুর জানিয়েছে, আর্দ্রতা জনিত অস্বস্তি এদিনও বজায় থাকবে। রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে বলেও হাওয়া অফিস সূত্রে দাবি করা হয়েছে।