নভেম্বর মাস । আর কয়েকদিন পরেই কার্তিক মাস শেষ । ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ । ভোর ও রাতের দিকে হালকা শিরশিরানিভাব । তবে, বেলা বাড়লেই ফের গরম । তবে, সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করে দিয়েছে রাজ্যে । সপ্তাহান্তে পারদ বেশ কিছুটা নামতে পারে । উইকেন্ডেই শীতের আমেজ অনুভূত হতে পারে শহরবাসীর ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে । আগামী চার-পাঁচদিন ৪-৫ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে । দক্ষিণের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া থাকবে ।
তবে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, উত্তরের দুই জেলায় বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং । তবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আকাশ পরিষ্কার থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । সকাল থেকেই কড়া রোদ । সেইসঙ্গে গরম । এদিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশেপাশে ও সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকবে ।