পুজোর আগেই হাওয়া ঘুরছে। রাতভর বৃষ্টিতে বেশ কাবু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। নিম্নচাপের আগাম পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেইমতো শুক্রবার সন্ধ্যা থেকে শহরে শুরু হয়েছিল বৃষ্টি। ক্রমাগত বেগ বাড়ে রাতে। যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে জলমগ্ন হওয়ার খবর মিলেছে। আলিপুর জানিয়েছে, নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পুজোর আগে দফায় দফায় এই বৃষ্টি চলবে বলেও পূর্বাভাসে দাবি করা হয়েছে।
একদিকে আরজি কর আন্দোলন। অন্যদিকে পুজোর প্রস্তুতি। এই দুয়ের মধ্যে দিয়ে চলেছে কলকাতা। আজ, শনিবার পুজোর বাজার করতে রাস্তায় নামার কথা ছিল বাঙালির। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গেই বাড়বে বৃষ্টির দাপট। কারণ, সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ আর গভীর আকার নিয়েছে। ফলে দুর্যোগ কাটার এখনই কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাংলাদেশ হয়ে বাংলার উপর দিয়ে সরে যাবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কারণ, এই দুই জেলায় রবিবার প্রবল মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় নতুন করে জল ছাড়ে ডিভিসি। জল ছাড়া হলে ফের বানভাসী হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা।