অশনির জন্য রাজ্যে আগাম প্রবেশ করেছে মৌসুমী বায়ু! এবছর আগেই প্রবেশ করতে পারে বর্ষা (Monsoon)। শনিবারের পর রবিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির (West Bengal Rainfall) পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
এপ্রিল মাসের শেষ সপ্তাহে তাপপ্রবাহ চলে রাজ্যে। কিন্তু বৃষ্টি শুরুর পরই একধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি।
আরও পড়ুন: রেকর্ড ছুঁল মুরগির মাংসের দাম, সবজি বাজারেও আগুন
কলকাতার পাশাপাশি রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বাতাসের জেরে উত্তাল থাকবে সমুদ্র।