পুজোর আগে আজ রবিবার। কিন্তু হাতে ব্যাগ নয়। বরং মাথায় ছাতা রাখতেই বাঙালিকে পরামর্শ আলিপুরের হাওয়া অফিসের। পারলে বর্ষাতি পরে রাস্তায় বেরোতেও বলা হয়েছে। কারণ, আজ বেজায় দুর্যোগের আশঙ্কা। শুক্রবার বিকেল থেকে বাংলার আকাশে যে হাওয়া ঘুরেছে। তা এখনও ঘুরেই চলেছে। আর ক্রমশ ঘণীভূত হচ্ছে নিম্নচাপ। যার জেরে উত্তাল হচ্ছে সাগর।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় টানা বৃষ্টি চলছে। উইকএন্ডে একধাক্কায় পারদ নেমে গিয়েছে বেশ খানিকটা। নেই সেই গুমোট ভাব। আলিপুর জানিয়েছে, আজ, রবিবারও সারাদিন বৃষ্টি হবে। ফলে পুজোর বাজার মাটি। দুপুরের পর থেকে আরও কালো হবে আকাশ। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা রয়েছে।
মনে করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে সোমবার সকাল থেকে একটু ফর্সা হতে পারে আকাশ। বাংলাদেশের উপর থাকা নিম্নচাপ সরতে পারে ঝাড়খণ্ডের দিকে। তবে তাতেও খুব যে একটা স্বস্তি, তা নয়। কারণ, পুজো পর্যন্ত এমন বৃষ্টি চলবে। ভারী না হলে মাঝারি থেকে অতি মাঝারি বৃষ্টির জেরে বিপাক বাড়তে পারে পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে।