কেঁপে যাচ্ছে বাংলা। শনিবার পশ্চিমের জেলায় পারদের ব্যাপক পতন। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া-সহ বাকি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। পুরুলিয়াতে পারদ নেমেছে ৯.৫ ডিগ্রিতে। শ্রীনিকেতন ৯। আলিপুরের ইঙ্গিত, আগামী কয়েকদিন পারদ আরও কিছুটা নামবে। পাল্লা দিয়ে ঠান্ডা কাঁপাচ্ছে উত্তরবঙ্গকেও। বিশেষ করে দার্জিলিং এবং কালিপঙে পারদ ক্রমশ নামছে।
তবে এই শীতের স্পেলকে রুখে দিতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। তেমনই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামী বুধবার থেকে রাজ্যে তার প্রভাব দেখা যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে, পরিস্থিতি বদলের কথাও জানিয়েছেন তাঁরা। পরিস্থিতি যদি বদলায়, তা-হলে শীতের ব্যাট থেকে আরও রান আশা করা যেতে পারে।
এদিকে শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি। সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সংলগ্ন এলাকাগুলিতে পারদ ১২ ডিগ্রির ঘরে। আলিপুর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকবে।