শহরে ফের নামল তাপমাত্রা। শনিবার কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা (West Bengal Weather Update) থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতেও হু হু করে পারদ নামছে। বর্ধমানের পানাগড়ে ১০ ডিগ্রি নেমে গিয়েছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে।
শুক্রবারও রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Forecast)। ঘূর্ণাবর্ত যা তৈরি হয়েছিল, তার প্রভাবও কেটে গিয়েছে। যার ফলে শীত বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন: ২০০ টাকার কেক এবার ২৫০ টাকায় ! বড়দিনের আগে বাড়ছে কেকের দাম
কলকাতার পাশাপাশি জেলাগুলিতে কনকনে ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের দিকের জেলায় জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। উত্তরের জেলাগুলিতেও ইতিমধ্যে শীত বাড়তে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম। ডিসেম্বরের শেষে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বাঙালি।