হেমন্তেই কলকাতা ১৩। মরশুমের শীতলতম দিন। বর্ষায় পারেনি, কিন্তু শীতে উত্তরবঙ্গকে এখনও পর্যন্ত পিছনে ফেলে দিচ্ছে দক্ষিণবঙ্গ। বিশেষ করে পশ্চিমের প্রতিটি জেলা পারদের পতনে এগিয়ে রয়েছে উত্তরের থেকে। সন্ধে নামতেই ঝুপ করে পারদ পরছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে। ঠান্ডা দাপট দেখাচ্ছে দুই বর্ধমানে।
এদিনও পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে পারদ ঘোরাফেরা করেছে ৯ ডিগ্রির ঘরে। তুলনামূলক ভাবে স্বস্তি দুই মেদিনীপুরে। সেখানে পারদ এখনও ১০ ডিগ্রির ঘরেই রয়েছে। বুধবার পর্যন্ত এমনটা চলবে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে হাওয়া অফিস। কর্তাদের দাবি, ঝঞ্ঝা একটা এলেও, আসতে পারে।
এদিকে, উত্তর দিকে আবার তুষার পাতের পূর্বাভাস দেওয়া রইল। দার্জিলিং এবং কালিম্পঙে তুষারপাতের মতো পরিস্থিতি রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও ঠান্ডা এখনও পর্যন্ত ঘুরছে ১০ ডিগ্রির মধ্যে। আজ, রবিবার রেকর্ড হওয়া কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।