ফিরব ফিরব করেও আর ফেরা হচ্ছে না শীতের(Winter Update in Kolkata)। তবে 'উষ্ণ' মকর সংক্রান্তির পর কিছুটা হলেও পারদ পতনে স্বস্তি ফিরেছে কলকাতা থেকে জেলা সর্বত্র। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা সোমবারের তুলনায় কিছুটা হলেও নিম্নমুখী। মঙ্গলবার কলকাতার(West Bengal Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে মেঘমুক্ত আকাশের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে(North Bengal Weather Update) কুয়াশার দাপট বাড়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়লে এই কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Governor CV ananda Bose: রাজ্যের সমস্ত উপাচার্যদের নিয়ে রাজ্যপালের বৈঠক, থাকতে পারেন শিক্ষামন্ত্রীও
আলিপুর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের(West Bengal Weather Forecast)। ফলে উত্তুরে হাওয়ার দাপট কমতে থাকবে। এর পরিবর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে বলেই খবর।