বুধবার দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। নির্দিষ্ট করে না বললেও পূর্বাভাসে বলা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার জেরেই তাপমাত্রা আরও বেশ খানিকটা কমতে পারে বলেই পূর্বাভাস।
পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মূলত দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রাজ্যে বাকি এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে। সেটা উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য হতে চলেছে। সেই সঙ্গে মেঘলা আকাশের কথাও জানিয়েছে হাওয়া অফিস। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। আকাশ পরিষ্কার হলেই স্লগ ওভারে ফিরছে শীত। মঙ্গলবারও সেই একই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।