নিম্নচাপ সরছে । ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হচ্ছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি শক্তি হারিয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগঢ়ের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে । ফলে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে,আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন বানভাসি পরিস্থিতি । বর্ধমান, হাওড়া এবং হুগলির মানুষরা । টানা বৃষ্টিতে একেবারে জলের তলায় ফসল সহ চাষের জমি। লাগাতার বৃষ্টিতে ধান জমিগুলি একেবারে ডুবে গিয়েছে। পাশাপাশি বেগুন, পটল, টমেটো সহ একাধিক ফসল জলে ডুবে যাওয়ার ফলে পচন শুরু হয়েছে। এরই মধ্যে বুধবার সকালে মাইথন থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । জানা গিয়েছে আরও জল ছাড়া হতে পারে । ডিভিসি থেকে আরও বেশি জল ছাড়লে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে । মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের ১০ জেলায় ১০ জন সচিবকে পাঠানো হচ্ছে।
পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই । তাপমাত্রা আরও বাড়বে বলে খবর ।
কলকাতার আকাশ পরিষ্কার থাকবে । রোদ-মেঘের লুকোচুরি খেলা চলবে । দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশেপাশে । সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।